চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৫৭ লাখ টাকার ইয়াবা ও দুই রোহিঙ্গাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২১ | ১০:২৯ অপরাহ্ণ

নগরীর শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৭ লাখ টাকা মূল্যের ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবা ও দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব ।  শনিবার (১৯ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব সেভেনের সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

আটককৃত মো. নুর (২৯) কক্সবাজার জেলার উখিয়া থানার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. খবিরের ছেলে , মো. মাহামুদুল্লাহ (৩৪) একই থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-এম ৮ এর আব্দুর রহমানের ছেলে ও মো. মাহাবুবুর রহমান কক্সবাজার জেলার সদর থানার হালিমা পাড়ার কবির আহম্মেদের ছেলে ।

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার বিকেল পৌণে ৪টার দিকে  শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ও একজন কক্সবাজারের বাসিন্দা।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট