চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে একদিনে ৪৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২১ | ৪:১৩ অপরাহ্ণ

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের দেহে। এদের মধ্যে ১৭ জন রোহিঙ্গা।

শনিবার (১৯ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ৪৪ জন, যা শনাক্তের হার ৮.২৭ শতাংশ। এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৯ জন। মৃত্যু হয়েছে ১২০ জনের। তার মধ্যে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা রয়েছে ২০ জন। সুস্থ হওয়ার হার ৯০ শতাংশ ও মৃত্যুহার ১.০৬ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছে ৬৭৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩২৯ জন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট