চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্যাম্পাস আবার প্রাণবন্ত হয়ে উঠুক

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২১ | ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস বলতেই চোখের সামনে ভেসে ওঠে হাজারও তারুণ্যের স্বপ্নময় মুখ। করোনাভাইরাসের বিশ্বব্যাপী আতঙ্কে সতর্কতা হিসেবে গত বছরের ১৭ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। কোভিড-১৯ প্রকোপে পুরো পৃথিবীর সঙ্গে প্রিয় স্বদেশও আজ বিধ্বস্ত। সেই ধারাবাহিকতায় প্রিয় ক্যাম্পাস এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে, চলছে শুধু প্রশাসনিক কাজ।

‌‘যারা ফ্রন্টলাইনার, তাদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেডিকেল শিক্ষার্থী, বিশেষ করে ফিফথ ইয়ারে যারা আছেন, তাদের টিকা দিয়ে সুরক্ষিত করতে হবে। তারা ইন্টার্ন শেষে বিভিন্ন হাসপাতালে মানুষের সেবা দেবেন।’ করোনা মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।

আজ শনিবার (১৯) জুন সকালে চট্টগ্রাম মেডিকলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. এমএ হাসান এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষ এমবিবিএস, তৃতীয় ও চতুর্থ বর্ষ বিডিএস’র মোট সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী টিকা গ্রহণ করছে। পর্যায়ক্রমে সকল মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

অপেক্ষা, একদিন সুস্থ পৃথিবীর বুকে আবার প্রাণবন্ত হয়ে উঠবে চট্টগ্রাম মেডিকেল কলেজের সবুজ সুরের ক্যাম্পাস।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট