চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইউএসটিসিতে শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় আটক ১ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০১৯ | ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজী বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদকে অফিস থেকে বের করে তার গায়ে কেরোসিন ঢেলে দেয়ার ঘটনায় এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) দুপরে ইউএসটিসির ক্যাম্পাস থেকে তাকে আটক করার খবর নিশ্চিত করেন  খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।

আটক মাহমুদুল হাসান (২২) ইউএসটিসি’র ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র।

ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টার দিকে খুলশী থানার ফয়েজ লেকের জাকির হোসেন রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে অভিযুক্ত শিক্ষককে অফিস থেকে বের করে গায়ে কেরোসিন ঢেলে দেন তারা।

সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় ফয়েজ লেকসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইউএসটিসির প্রক্টর নূরে আলম সিদ্দিকী পূর্বকোণকে বলেন, আমরা বিক্ষোভের খবর জেনেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এ ব্যাপারে খুলশী থানার ‍ওসি প্রণব চৌধুরী বলেন, ইউএসটিসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মিটিংয়ে বসেছেন। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছিল। পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট