চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪৩ টাকা ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২১ | ৮:৫৬ অপরাহ্ণ

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের মাধ্যমে সরকারকে মাত্র ৪৩ টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ফটিকছড়ির মো. নাসির উদ্দিন।

গতকাল সোমবার চট্টগ্রামের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিরের হাতে পুরস্কারের চেক তুলে দেন কাস্টম কমিশনার মো. আকবর হোসেন। গত ২৯ মে নগরীর হোটেল গোল্ডেন ইন হোটেলে রাত যাপন করেন ফটিকছড়ির নাজিরহাট এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিন। এ সময় ৫০০ টাকার রুম ভাড়ার সঙ্গে  ইএফডি মেশিনের মাধ্যমে ৪৩ টাকা ভ্যাট দেন তিনি। গত ৫ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মে মাসে সারাদেশে ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট দাতাদের পুরস্কার দিতে লটারি ড্র করে।

পরে লটারির মাধ্যমে বিজয়ী ১০১ জনের লটারির কুপন নম্বর পত্রিকায় প্রকাশ করা হয়। পত্রিকায় চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জয়ীদের তালিকায় নিজের ভ্যাট চালানের নম্বর দেখে কাস্টম কর্তৃপক্ষ বরাবর কাগজপত্র নিয়ে আবেদন করেন মো. নাসির উদ্দিন। গতকাল অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুরস্কারের চেক তুলে দেয় কাস্টম কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কাস্টম কমিশনার মো. আকবর হোসেন বলেন, ভোক্তা বা ক্রেতার দেওয়া ভ্যাট যাতে সরকারি কোষাগারে নিশ্চিতভাবে জমা হয়- সে জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানে ইএফডি মেশিন বসানো হচ্ছে। ইএফডি মেশিনের মাধ্যমে চালান দেওয়া জনপ্রিয় করতে সরকার এখন প্রতিমাসে লটারির মাধ্যমে ভ্যাট দাতাদের পুরস্কৃত করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান। তিনি বলেন, একজন ভ্যাট দাতা ৫ জুন ড্র হওয়া লটারিতে জয়ী হয়ে সংরক্ষণ করা ভ্যাট চালান নিয়ে পুরস্কারের জন্য আবেদন করেছেন। এ রকম ক্রেতা সচেতনতা বাড়লে পুরস্কার জেতার সম্ভাবনাও বাড়ে।

তিনি আরো বলেন, অনেক পুরস্কার জয়ীদের খুঁজে পাওয়া যায় না। ১ লাখ টাকার পুরস্কার জেতার পরও এর দাবিদার কাউকে পাওয়া যায়নি। আমরা অনুরোধ জানাবো- ইএফডি মেশিন থেকে চালান নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। চালান বুঝে নিয়ে তা সংরক্ষণ করতে হবে।

হোটেল গোল্ডেন ইন লিমিটেডের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আলী আজগর বলেন, আমাদের প্রতিষ্ঠানে ইএফডি মেশিন থাকায় অনেক সুবিধা হচ্ছে। ভ্যাট চালান সংক্রান্ত লেখালেখির ঝামেলা কমেছে। সময়ও সাশ্রয় হচ্ছে। এটা অব্যাহত রাখার অনুরোধ জানাই।

উপ-কমিশনার শাহীনূর কবির পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মো. সেলিম শেখসহ ভ্যাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট