চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিএনজি নিয়ে নগরজুড়ে ছিনতাই করতো তারা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২১ | ৯:০১ অপরাহ্ণ

পোশাককর্মীর অভিযোগের সূত্র ধরে সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাই চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন)  সিসি টিভি ফুটেজের সহায়তায় ছিনতাইকারী  মো. খোকন প্রকাশ শাহীন (৩৮) ও মো. নাহিদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ ।

পাহাড়তলী থানার ওসি মো. ইমাম হোসেন জানান, গত ১৩ জুন সকাল আটটার সময় পাহাড়তলী থানাধীন একে খান মোড় হতে রিক্সাযোগে সিটি গেইট যাওয়ার পথে নুরুল হক সরকারি প্রাইমারি স্কুলের সামনে পোশাককর্মী খাতিজা আক্তার প্রিয়ার মোবাইল ও নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে তার অভিযোগের প্রেক্ষিতে আশপাশের থানা এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি শনাক্ত করা হয়। মঙ্গলবার অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি এবং ছিনতাইকৃত মোবাইল ও নগদ ৫শ টাকাসহ মো. খোকন প্রকাশ শাহীন ও মো.নাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট