চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গাদের এনআইডি ইস্যু: এবার চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

 নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২১ | ২:৪৫ অপরাহ্ণ

অবৈধ উপায়ে রোহিঙ্গা নাগরিককে জাতীয় সনদপত্র (এনআইডি) প্রদান এবং পাসপোর্ট আবেদনে সহায়তা করার দায়ে এবার ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে দুদক জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

মামলায় আসামিরা হলেন- হাটহাজারী মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের অপরেটর মো. জয়নাল আবেদীন, অফিস সহকারী মো. নুর আহম্মদ, হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর মো. সাইফুদ্দিন চৌধুরী, ঢাকার লালবাগের থানা নির্বাচন কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, মির্জাপুর ইউপির সাবেক জন্মসনদ প্রস্তুতকারী মোহাম্মদ বেলাল, দালাল মো. আব্দুল ছালাম ও তার পিতা মোহাম্মদ আজিজুর রহমান, নাজির আহমেদ এবং রোহিঙ্গা লাকী আক্তার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট