চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাবেক এমপি এমএ হান্নানের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৫ জুন, ২০২১ | ২:৩২ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি আসামি এমএ হান্নান (৮৬) মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুন) ভোর সাড়ে ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এম এ হান্নান।

এমএ হান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।

সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এমএ হান্নানকে বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় ২০১৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তার হন তিনি। ত্রিশালের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই মামলাটি করেন। গ্রেপ্তারের পর থেকে ওই মামলায় কারাভোগ করছিলেন সাবেক এই সাংসদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এম এ হান্নানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে, একই বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট