চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদ বাইপাসের দু’পাশের ৩৭০ অবৈধ বসতি উচ্ছেদ

 নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২১ | ৫:১৮ অপরাহ্ণ

পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রামের বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশের পাহাড়ের ৩৭০টি ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতি উচ্ছেদে করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি জানান, আজ সকাল থেকে অভিযান চালিয়ে ৩৭০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। প্রায় ৩০০ জনবল ও তিনটি এস্কেভেটরের সহায়তায় বায়েজিদ লিংক রোডের অংশে ১১০টি, সীতাকুণ্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অধিকাংশ স্থাপনা টিনের তৈরি ঘর। এছাড়া কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মেট্রো) নুরুল্লাহ নূরী, দপ্তরের কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ররা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট