চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদ সংযোগ সড়কের দু’পাশে ঝুঁকিপূর্ণ বসতি, উচ্ছেদে অভিযান শুরু

 নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতি উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

আজ সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনভাগে বিভক্ত হয়ে অভিযান শুরু করেছেন। প্রতিটি দলে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

এদের মধ্যে সড়কের কাট্টলী অংশে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

হাটহাজারী অংশে অভিযান পরিচালনা করছেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

এছাড়াও সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত পূর্বকোণকে বলেন, ‘বায়েজিদ সংযোগ সড়কের দুপাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট