চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

দুই ক্যাবল অপারেটরকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের দায়ে দুই ক্যাবল অপারেটরকে লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, ৩টি কেবল অপারেটর কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয়। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ লঙ্ঘন ও ক্রমবিন্যাস ঠিক না রাখায় আগ্রাবাদের চট্টগ্রাম মাল্টিমিডিয়া লিমিটেডকে (সিএমসিএল) ৫০ হাজার ও বন্দরটিলার নিউ স্টার ক্যাবেল নেটওয়ার্ক লি. (এনএসসিএল) কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জুবলি রোডের সিসিএল ক্যাবল অপারেটরের কোনো অনিয়ম পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ধারা ১৬ মোতাবেক বেসরকারি কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে সরকারি চ্যানেলসমূহ প্রথম দিকে রাখতে হবে। এছাড়া তথ্য মন্ত্রণালয় ও কোয়াব (কেবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ) এর আলোচনার ভিত্তিতে এটকো (এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) থেকে প্রদত্ত বেসরকারি চ্যানেলসমূহ এরপর সম্প্রচারের তারিখ (ডেইট অফ অনএয়ার) মোতাবেক ক্রমবিন্যাসভাবে পরিচালনা করতে হবে। এছাড়া এ আইনের ১৯ ধারা মোতাবেক বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। এ ক্রমবিন্যাস সেটআপের জন্য বেসরকারি কেবল অপারেটরদের গত ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছিল। এছাড়াও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি মনিটরিং করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট