চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালেয়শিয়ান শিক্ষার্থীদের মমতা ডেইরি ফার্ম পরিদর্শন

২ জুলাই, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

গত ৩০ জুন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থীবৃন্দের ইন্টার্নশিপের অংশ হিসেবে মমতা ডেইরি ফার্ম পরিদর্শন করেন। চট্টগ্রাম এ্যানিমেল সায়েন্স ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ও জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই পরিদর্শন কর্মসূচি পরিচালিত হয়। শিক্ষার্থীদের পরিদর্শনকালে মমতা ডেইরি ফার্মে একটি লার্নিং এন্ড শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এ্যানিমেল সাইন্স ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. মো. সাইফুদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সুব্রত সরকার, ভেটেরিনারি সার্জন ডা.জয়িতা বসু, মমতার উপ-পরিচালক শ্যামল কান্তি দাশ, সহকারী পরিচালক উত্তম কুমার বড়–য়া, কৃষিবিদ মু.এনামুল হক। । মালেশিয়ার পুত্রা ইউনিভার্সিটি শিক্ষার্থীবৃন্দ মমতা ডেইরি ফার্মের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রশংসা করেন এবং এই ফার্মের বিষয়াবলী তাদের জন্য শিক্ষনীয় বলে অভিমত ব্যক্ত করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল হক বলেন, মমতা’র ডেইরি ফার্ম চট্টগ্রাম অঞ্চলে আধুনিক ও আদর্শ একটি খামার। তাই শিক্ষার্থীদের শিক্ষনীয় হিসেবে এই পরিদর্শন কর্মসূচি পরিচালনা করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট