চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোটারি ইন্টা. ডিস্ট্রিক্ট জোন কর্ণফুলীর আনন্দ র‌্যালি

২ জুলাই, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

রোটারিবর্ষ (২০১৯-২০) উপলক্ষে নগরীতে আনন্দ র‌্যালি বের করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আওতাধীন কর্ণফুলী জোন। গতকাল (১ জুলাই) সোমবার সকাল ৮টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণফুলী জোনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলী আশরাফ। রোটারির মেলবন্ধন বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে রোটারির বিভিন্ন ক্লাবের শত শত নারী পুরুষ ঘোড়ার গাড়ি, সাইকেল নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালি মাতিয়ে তোলেন। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে ইনস্টিটিউট প্রাঙ্গণে। এসময় রোটারির বছরব্যাপী কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারিবর্ষের সংবাদ সম্মেলন কমিটির চেয়ারম্যান পি.পি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক গভর্নর প্রফেসর মোহাম্মদ তৈয়ব চৌধুরী, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক ও চিটাগাং ক্লাবের চেয়ারম্যান পি.পি জসিম উদ্দিন চৌধুরী, লে. গভর্নর রোটারিয়ান মাহফুজুল হক। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান মীর মোতাহের হোসেন, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান ফয়সাল আজিম, রোটারিয়ান এস.এ মজুমদার সোহেল, রোটারিয়ান ওমর আলী ফয়সাল, রোটারিয়ান মো. আশরার, রোটারিয়ান আমিন সোহেল, রোটারিয়ান ফখরুল আলম বিপু, রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারিয়ান মনিরুজ্জামান, রোটারিয়ান নজরুল ইসলাম, রোটারিয়ান নান্টু, রোটারিয়ান মীর নাজমুল হাসান রবীন, রোটারিয়ান জাকির হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট