চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা

সুনাগরিক হয়ে দেশের সেবায় সুশিক্ষিত হওয়ার বিকল্প নেই

পূর্বকোণ ডেস্ক

২ জুলাই, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনাগরিক হয়ে দেশসেবার জন্যে সুশিক্ষিত হ্ওয়ার বিকল্প নেই।
ওমরগণি এমইএস কলেজ : সুনাগরিক হয়ে দেশসেবার জন্যে সুশিক্ষিত হওয়ার বিকল্প নেই। ওমরগণি এমইএস কলেজ জাতিকে যুগ যুগ ধরে সেই সুনাগরিক উপহার দিয়ে যাচ্ছে। গতকাল ১ জুলাই সোমবার সকালে নগরীর ওমরগণি এমইএস কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধনকালে কলেজের নবাগত অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম এ কথা বলেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং ঐতিহ্যবাহী এ কলেজের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করার পরামর্শ দেন। কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তহমিনা আখতার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বাহারউদ্দিন মোহাম্মদ জোবায়ের, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আয়ুব, কলেজের প্রভাষক আবুনঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, শাহানা ইয়াছমিন, ববি বড়–য়া প্রমুখ। কলেজের প্রধান গেটে বিএনসিসি ও গার্লস গাইডের ক্যাডেটবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম বন্দর কলেজ : চট্টগ্রাম বন্দর কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল সোমবার শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিতালী পালিত, শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, পৌরানীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দিন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ্ মোহাম্মদ কায়সার, বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ তাওহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক গাজী আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীববিজ্ঞানের প্রদর্শক সাজেদা বেগম।
উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ : শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার কলেজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকু- আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সিটি মেয়র ও কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এইচএসসি হচ্ছে উচ্চশিক্ষার প্রথম ধাপ। যারা শিক্ষাজীবনের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়, আমি মনে করি সে উচ্চ শিক্ষা অর্জনের জন্য পদার্পণ করল। দশটি বছর স্কুল জীবনের পড়াশোনা শেষ করে তোমরা এখন নতুন আর একটি শিক্ষাজীবনে পদার্পণ করেছো। আর তা হচ্ছে মহাবিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম মনজুর আলম বলেন, ‘সব সময় স্মরণ রাখতে হবে, এই কলেজে ভর্তি হয়েছো আলোকিত মানুষ হওয়ার জন্যে। ভালো করে পড়াশোনা করবে। প্রথমে বদলাবে নিজেকে। মনযোগ দেবে নীতি, নৈতিকতা ও পড়াশোনার প্রতি। এখানে পড়াশোনা করবে। তোমার সমাজ ও তোমার পরিবার তোমার নিকট সেই প্রত্যাশা করছে। তুমি বড় হলে তোমার পরিবার ও সমাজের তথা রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারবে। এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত কলেজ। সার্টিফিকেটের জন্য পড়াশুনা নয়, পড়াশুনা হতে হবে আলোকিত ও ভালো মানুষ হওয়ার জন্য। পড়াশোনা মানুষকে শুধু শিক্ষিত করেনা। সাথে সাথে একজন বড় মাপের মানুষও হতে শেখায়।’
কলেজের সহকারী অধ্যাপক লায়লা নাজনীন রব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক অসীম চক্রবর্তী, সহকারী অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, মো. আবু ছগির, কাজী মাহবুবুর রহমান,¡ নেছার আহাম্মদ প্রমুখ।
সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ : প্রতিষ্ঠানের উদ্যোগে গত ১ জুলাই ২০১৯-২০ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম। এতে অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন আবদুল খালেক ও আবদুর রহিম। আরোও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবদুল মনসুর, কলেজ কো-অর্ডিনেটর মো. মাহবুবুল আলম এবং বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মানিক। অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম বলেন, ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভাল মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য এবং প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমের মনোযোগী হয়ে সুন্দর ভবিষৎ গড়ার জন্য আজ থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞানের প্রভাষক মাসুদ রানা।
দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ : নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে একাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন ক্লাস কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। যুক্তিবিদ্যা প্রভাষক রত্না চৌধুরীর নেতৃত্বে কলেজে সাংস্কৃতিক দলের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। দ্বাদশ শ্রেণির ছাত্র আল-মুজাহিদের সঞ্চালনা ও কলেজ অধ্যক্ষ ঝিনু আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আবুল খায়ের। নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশে নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক জিন্নাত পারভীন, ইংরেজি বিষয়ের প্রভাষক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক আবুল কালাম প্রমুখ।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ : প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার কাজেম আলী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের সভাপতি (পরিচালনা পরিষদ) সাহাব উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মুহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজ কো-অর্ডিনেটর আকতার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের কলেজ কো-অর্ডিনেটর আকতার হোসেন,প্রভাষক সানজিদা মোখতার তানজিন,প্রভাষক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আইনুন নাহার।
ফজলুল-হাজেরা কলেজ : দক্ষিণ কাট্টলী ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টশন ক্লাস গতকাল সকাল ১০ টায় কলেজ মিলনায়নায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক আয়েশা পারভীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার নাথ, অধ্যাপক মো. আবদুল গফুর, অধ্যাপক এ.কে.এম সামশুদ্দীন, অধ্যাপক রাবেয়া বেগম, অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক শিরিন আক্তার, অধ্যাপক তাহমিনা বেগম প্রমুখ।
হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ : হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাশ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছন্দা চক্রবর্ত্তীর সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। নবাগত শিক্ষার্থী প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নতুন শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল করিম, অধ্যাপক মাহমুদ নুর আনোয়ারী, অধ্যাপক সত্যানন্দ বড়–য়া, অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক তৈয়বুর রহমান, অধ্যাপক আযম খান, অধ্যাপক সুদীপ বড়–য়া, অধ্যাপক আবদুল হান্নান সিকদার, অধ্যাপিকা সুমী রাণী বণিক, অধ্যাপিকা উম্মে ফাতেমা, অধ্যাপিকা তানিয়া সুলতানা, অধ্যাপিকা তামান্ন সুলতানা, অধ্যাপিতা সুস্মিতা মজুমদার, অধ্যাপিকা কাশপিয়া নওশীন, অধ্যাপক মুহাম্মদ জোনায়েদ, অধ্যাপক মাঈনুল হাসান, অধ্যাপক আরিফুল হক নিজামী, অধ্যাপক স্বরূপ কুমার ধর, অধ্যাপক আল মামুন গাজী, বাবু রূপেন দাশ, অশোক চৌধুরী, পিযুষ শীল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট