চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

জননেতা জহুর আহমদ চৌধুরী ছিলেন জাতির আদর্শিক বিশ্বাসের মূল শিকড়

পূর্বকোণ ডেস্ক

২ জুলাই, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী, জননেতা ও মহান মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৫তম মৃত্যু বার্ষিকী গতকাল যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পালিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, জহুর আহমদ চৌধুরী ছিলেন জাতির আদর্শিক বিশ্বাসের শিকড়।
ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা : সিটি মেয়রের পক্ষে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী জননেতা জহুর আহমদ চৌধুরীর কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও ফুল দিয়ে গতকাল সোমবার শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চসিক কাউন্সিলর, কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত মেয়র মহান মুক্তিযুদ্ধে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জহুর আহমদ চৌধুরী সৎ, ত্যাগী আদর্শবান দেশ প্রেমিক রাজনীতিক ছিলেন। তাঁর জীবনী অনুসরণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন।
উত্তর জেলা আওয়ামী লীগ : জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরীর দামপাড়াস্থ মরহুমের কবরে উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে পু®পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জসিম উদ্দীন শাহ, সহ দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাশেদ, মোহাম্মদ ইউনুস, আবুল বশর, জাফর আহমদ, মরহুমের পরিবারের পক্ষে শরফুউদ্দিন আহমদ চৌধুরী রাজু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিন, শেখ ফরিদ চৌধুরী, রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা জামাল পাশা শওকত, মো. সেলিম সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান শিবলী, এস এম ছালেহ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, পটিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রহিম, আবদুল আলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন, ইস্কান্দর আলী প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও মোনাজাত করেন।
মুক্তিযোদ্ধা সংসদ : নগরীর দামপাড়াস্থ মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড নেতৃবৃন্দ। সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খুলশী থানা কমান্ডার মো. ইউছুফ, কোতোয়ালী থানার ডেপুটি কমান্ডার রফিকুল আলম, খুলশী থানার ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেন, হালিশহর থানার ডেপুটি কমান্ডার আবুল কাশেম, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার মো. নুর উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. এয়াকুব হোসেন, আশরাফুল আলম, সৈয়দ আহমদ, মো. আনোয়ার, হোসেন, প্রনাল চৌধুরী, আবদুর শুক্কুর, দিলীপ দাশ, বাবুল দত্ত, শামসুল হুদা, মরহুম এর পুত্র মো. জসিম উদ্দিন চৌধুরী, শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ বাহার, নওশাদ মাহমুদ রানা, রনজিত কুমার শীল, শহীদ পরিবারের সন্তান আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন টিটু প্রমুখ।
বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব শিক্ষা ফাউন্ডেশন : মহানগর শাখার নেতৃবৃন্দ জননেতা জহুর আহমদ চৌধুরী’র কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু’ ফজিলাতুন্নেছা মুজিব শিক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরজিৎ দত্ত সৈকত, মরহুমের দৌহিত্র ইসতিয়াক আহমদ চৌধুরী সাদিত, মহানগর বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব শিক্ষা ফাউন্ডেশন সভাপতি শেখ মহিউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক লিও ইকবাল মুন্না, মরহুমের দৌহিত্র ইয়ামিন আনাম, মো: মাসুদ, এ কাদের চৌধুরী, সনেট দেব বাপ্পী, টিংকু পালিত, পারদীন আহমেদ, মো: আসিফ সহ মহানগর ‘বঙ্গবন্ধু’ ফজিলাতুন্নেছা মুজিব শিক্ষা ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট