৩০ এপ্রিল, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ
দেবপাহাড়ে নির্মিয়মান গ্রিন গেইটেড কমিউনিটি সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া।আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনের পর গ্রাহকদের সাড়ায় জমে উঠেছে এর বিক্রয় সেবা কার্যক্রম গ্র্যান্ড লঞ্চিং এক্সপো। নানা শ্রেণি- পেশার গ্রাহকদের মিলনমেলায় পরিণত হয়েছে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্প প্রাঙ্গণটি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যাংকারদের পাশাপাশি ব্যবসায়ীরাও আসছেন এ মেলায়। সিপিডিএল’র এই বিক্রয় সেবা কার্যক্রমে গ্রাহকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রকল্প প্রাঙ্গণে স্থাপিত প্রকল্পটির শিশুদের জন্য বিনোদনকেন্দ্রিক সুবিধাসমূহের ডেমো যেটি আগত গ্রাহকদের প্রকল্পটি সম্বন্ধে স্বচ্ছ ধারণা দিচ্ছে।দখিনমুখী চারটি টাওয়ারে ১৫৫ টি এপার্টমেন্ট নিয়ে পরিকল্পিত হয়েছে প্রকল্পটি। সবুজকে প্রধান্য দেওয়া প্রকল্পটিতে চারটি টাওয়ারের মাঝখানের অংশে থাকছে চমৎকার গ্রিন স্পেস। আরও থাকবে বাঁধানো বাগান, ওয়াকওয়ে, লাইব্রেরি , শিশুদের বিনোদন কেন্দ্র, ব্যাডমিন্টন, বাস্কেটবল হতে শুরু করে খেলাধুলার নানা আয়োজনসহ ৪০টিরও অধিক সেবা সুযোগ। গ্রান্ড লঞ্চিং এক্সপোটি চলবে আগামী ৩ মে পর্যন্ত।-বিজ্ঞপ্তি
The Post Viewed By: 361 People