চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মহিলা পরিষদ চট্টগ্রামের মতবিনিময় সভা

৩০ এপ্রিল, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সাথে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও নিরাপদ, নারী বান্ধব চট্টগ্রাম মহানগরী বিষয়ক মতবিনিময় সভা গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি লতিফা কবীর। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। এতে বাংলাদেশ মহিলা পরিষদের সহ সভাপতি রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, এডভোকেসি পরিচালক গোস্বামী এবং কেন্দ্রীয় আন্দোলন উপ-পরিষদ সদস্য হামিদা খাতুন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চসিক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, নারী পুরুষ উভয়কে আরও সচেতন হতে হবে। তিনি কাজের মধ্য দিয়ে নারী কাউন্সিলরদের ক্ষমতা অর্জন করার আহ্বান জানান। বর্তমানে নারীর যে অগ্রযাত্রা তা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকারের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, কাউন্সিলর এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, আঞ্জুমান আরা বেগম, জেসমিনা খানম এবং ফারাজানা পারভীন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট