চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামসহ বিভিন্নস্থানে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২১ | ১১:৪৩ অপরাহ্ণ

আগামী দুইদিনে দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। তারপরের ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস মিলেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট