চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডুবছে এম. ভি. বাংলার তিতুমীর!

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০১৯ | ৫:৪১ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়া নতুন চ্যানেলে ৯ নং বয়ারের নিকটে এম.ভি. বাংলার তিতুমীর নামে একটি জাহাজের পাশের ডেক ভেঙ্গে পানি ঢুকেছে। প্রাথমিকভাবে জানা যায়, চরে আঘাত লেগে জাহাজের পাশের ডেকটি ভেঙ্গে পানি ঢুকেছে।

আজ দুপুর সাড়ে ১২টায় হাতিয়ার নতুন চ্যানেলের কাছেই এ ঘটনা ঘটে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম.এ.রনি পূর্বকোণকে বলেন, জাহাজটি সকাল ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়া নতুন চ্যানেলে ৯নং বয়ারের কাছে গেলে চরে আঘাত লেগে পাশের ডেকটি ভেঙ্গে যায়। জাহাজটিতে ১১’শ মেট্রিক টন ভাঙ্গা পাথর ছিল।  তবে জোয়ারের পানি আসার আগে উদ্ধার করা না গেলে এটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এম.ভি. আম্মাজান লিলি নামের একটি জাহাজ পাঠানো হয়েছে এটিকে উদ্ধারের জন্য।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট