চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চলছে উদ্ধার অভিযান

পাইন্দু খালে ভেসে গিয়ে  নিখোঁজ নৌ বাহিনীর এক কর্মকর্তাসহ ২ জন

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০১৯ | ২:৪২ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু খালে পাহাড়ি স্রোতে ভেসে গিয়ে নৌ বাহিনীর নবীন এক কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা নৌ বাহিনীর বিএনএস হাজী মহসিনের নবীন ৪ কর্মকর্তাসহ মোট ৬ জন দুর্গম রনিন পাড়ার কাছে তিনাপ সাইথার ঝর্ণা দেখে ফেরার সময় পাহাড়ি খাল পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন নৌ বাহিনীর কর্মকর্তা সাব লেঃ মোঃ সাইফুল্লাহ্ (২৩) ও ঢাকা আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম (১৮)। সকালে খবরটি রনিন পাড়া সেনাবাহিনীর ক্যাম্পে পৌছার পর বর্তমানে নিখোঁজদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা তল্লাশী শুরু করেছে। এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, শনিবার নৌ বাহিনীর ঢাকা বিএনএস হাজী মহসিনের নবীন ৪ কর্মকর্তা ও তাদের দুই বন্ধু মিলে রুমা উপজেলার দুর্গম ঝর্ণা তিনাপ সাইথার দেখতে যায়। সন্ধ্যায় ফেরার পথে পাইন্দু ঝিড়ি পার হতে গিয়ে নৌ বাহিনীর কর্মকর্তা সাব লেঃ মোঃ সাইফুল্লাহ্ ও তার বান্ধবী জান্নাত আরা বেগম স্রোতের পানিতে ভেসে যায়। তাদের সাথে ছিলেন নৌ বাহিনীর কর্মকর্তা সাব লেঃ মোঃ আশিক, লেঃ মোঃ মোনায়েম, লেঃ মোঃ তৌকির, ও বন্ধু আবু সাইদ। নিখোঁজের পর অন্যরা খবরটি রনিন পাড়া সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছালে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রুমার রনিন পাড়ার স্থানিয়রা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় ঐ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে পাইন্দু খালসহ আশেপাশের ঝিড়ি ঝর্ণায় স্রোতে বেড়ে যায়। এ সময় তারা পাইন্দু খাল পার হয়ে রনিন পাড়ায় আসার পথে দুজন প্রচন্ড স্রোতে ভেসে যায়। পাইন্দু খালের দৈর্ঘ্য বেশি হওয়ায় এখনো প্রচন্ড স্রোতের কারণে নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট