চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

লালখান বাজার সংঘর্ষের ঘটনায় ১৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০১৯ | ১:২১ অপরাহ্ণ

নগরীর লালখান বাজারে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার অনুসারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৯ জুন) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা বিভাগের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ।

আটককৃতরা হলেন,  তৌহিদ আজিজ (৪১),  আহমদুল হাসান জুয়েল (৩৫),  সাইদুল ইসলাম (৩৫), সৃজন দাস (৪০),  মাহমুদুল হাসান (২৪), নুরুল আবছার (৩২), আব্দুল মান্নান (২৪), জাহিদুর রহমান (২১), মো.সোহাগ (২৪), মো.আলী হোসেন (২৩), মো. ফয়সাল আহম্মদ (২১), হৃদয় (১৮), ইব্রাহিম (৬২), সাজ্জাদ (২৪), আবু দাউদ রাজু (২৬), মো.আনিস (২৪), মো.সোহেল (২৯)।

এদের মধ্যে তৌহিদ আজিজ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী ও বাকি চারজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলালের অনুসারী।

এডিসি মির্জা সায়েম মাহমুদ বলেন, শুক্রবার রাতে সাইদুল ইসলামকে ছুরিকাঘাত করার ঘটনায় দায়েরকৃত মামলার এক নম্বর আসামি তৌহিদ আজিজ।

তিনি আরো বলেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষে জড়িতদের আটক করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার রাতে আবুল হাসনাত বেলাল এর অনুসারী সাইদুল ইসলামকে ছুরিকাঘাতে করে মাসুমের অনুসারীরা। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে লালখান বাজারে বেলালের অনুসারীরা প্রতিবাদ সভা করতে গেলে পুলিশের উপস্থিতিতে তাদের উপর মাসুমের অনুসারীরা হামলা চালায়। দিনভর দুই পক্ষের থেমে থেমে গুলির ঘটনায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট