চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে গীতা উৎসবে এডভোকেট রানা দাশ

সচিবালয়ের ভেতরেও খন্দকার মোস্তাকের প্রেতাত্মা রয়েছে

৩০ জুন, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সরকারের ভেতরেও আরেকটি সরকার রয়ে গেছে, সচিবালয়ের ভেতরেও খন্দকার মোস্তাকের প্রেতাত্মা রয়েছে। যার জন্য প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকগুলো দাবি-দাওয়া বাস্তবায়ন হচ্ছে না। তিনি গত শুক্রবার বিকালে বাগীশিক কক্সবাজার জেলা সংসদের গীতা উৎসব এবং মৈত্রি গীতা শিক্ষা নিকেতন ও সঙ্গীত একাডেমির স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্য। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক সজল বরণ সেন। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন উত্তম কুমার মহাজন । শপথবাক্য পাঠ করান বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। মহান অতিথি ছিলেন সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল সরকার, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কথক দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। স্বর্ণ পদক গীতাপাঠ প্রতিযোগিতার সচিব সুমন কান্তি দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার জেলা পূজা পরিষদের সভাপতি এড. রনজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশিক কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট