চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উয়ন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল (মদুনাঘাট) পানি শোধনাগার পরিদর্শন করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় প্রকল্প পরিদর্শনের পর তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকল্প পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল
। ১১ পৃষ্ঠার ৩য় ক.

ইসলামসহ ওয়াসার উর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৯০ কোটি টাকা ব্যয়ে ‘চিটাগাং ওয়াটার সাপ্লাই ইম্প্রুভমেন্ট এ- সেনিটেশন’ প্রকল্পের অধীনে শেখ রাসেল পানি শোধনাগার নির্মাণ করা হয়। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে শোধনাগারটি নির্মাণ করা হয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারীর মদুনাঘাট এলাকায়। প্রকল্পের অধীনে বসানো হয়েছে ১২৬ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন। বর্তমানে হালদা নদী থেকে পানি উত্তোলনের পর পরিশোধন করে নগরীতে দৈনিক ৯ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট