চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চকবাজারে বাসা ভাড়া নিয়ে পতিতালয় স্থাপন, গ্রেপ্তার ৭  

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ

নগরীর চকবাজার থানা এলাকার একটি বাসায় পতিতালয় স্থাপনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরামবাগ আবাসিক এলাকাস্থ সবুর কলোনীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার থানার হাইলধর ইউপির তফজল আলীর স্ত্রী মমতাজ বেগত (৪০), বাঁশখালী থানার দক্ষিণ বুরুমছড়ার মৃত রেজাউল করিমের ছেলে রুমা বেগম (২৮), মৃত আমির হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (২০), বাকলিয়া থানার ওয়ায়েজুর পাড়ার মো. ইয়াকুব মিয়ার ছেলে মো, লিটন মিয়া (২১), সাতকানিয়া থানার ধর্মপুরের মাহবুবুর রহমানের ছেলে রুমি আক্তার (৩০), কুমিল্লা জেলার মুরাদনগর থানার  মৃত সাফায়েত রহমানের ছেলে শিউলি আক্তার (২৩) ও কক্সবাজার জেলার তারা বুনিয়া ছড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে জেসি আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।

তিনি জানান, চকবাজারে একটি বাসায় নারী ও পুরুষের সংঘবদ্ধ মিলিত একটি চক্র মিনি পতিতালয় স্থাপন করে যুব সমাজকে পতিতাবৃত্তিতে প্রলুদ্ধ করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী ও পুরুষসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মমতাজ বেগত ও রুমা বেগম বাসাটি ভাড়া নিয়ে মিনি পতিতালয় হিসেবে ব্যবহার করছে। তাদের নির্দেশনায় অন্যরা এলাকার  যুবক ও কিশোরদেরকে ডেকে এনে পতিতাবৃত্তি করতে সহায়তা করে।

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চকবাজার থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট