চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিক চৌধুরীর স্মরণসভায় আ জ ম নাছির উদ্দিন

শুভকর্ম জনগণ মনে রাখে মানিক চৌধুরী তার প্রমাণ

৩০ জুন, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, মানিক চৌধুরী একজন অকুতভয়, নির্লোভ, উদার রাজনীতিক ছিলেন। নিজের ভাগ্যের পরিবর্তন না করে রাজনীতি করেছেন। শুভ কর্ম করে গেলেই জনগণ মনে রাখে মানিক চৌধুরী তার প্রমাণ। আজ রাজনীতিকে দুর্বৃত্তায়ন আকড়ে ধরেছে, সম্পদ বাড়াতেই রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে, ভিজিটিং কার্ড ছাপানোর রাজনীতি জনগণ পছন্দ করে না। কথা নয়, স্লোগান নয়, কাজে ভালো করাটাই হোক আজকের শপথ, তবেই এই আয়োজনের স্বার্থক রূপ লাভ করবে এবং মানিক চৌধুরীদের আত্মা শান্তি পাবে। তিনি আরো বলেন, আজকের প্রজন্মদের রক্ষা করতে হবে অপসংস্কৃতি, মাদক ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে অবতীর্ন হতে হবে। তিনি আগ্রাবাদ এক্সেস রোড বীর চট্টলার গৌরব মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে অবগত করে বলেন, নগরীর কোন একটি গুরুত্বপূর্ণ স্থান মানিক চৌধুরী চত্বর রাখা হবে। তিনি গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ হলে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, ৬ দফা আন্দোলনের অগ্রদূত, ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত, অভিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত বরেণ্য রাজনীতিক ও সমাজ হিতৈষী ভূপতি ভুষণ চৌধুরী, প্রকাশ মানিক চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যম রাখছিলেন।
সভাপতির বক্তব্যে স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক ও দক্ষিণ জেলা আ. লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ একজন হিসেবে মানিক চৌধুরী অনেক সিদ্ধান্তের কারিগর হিসেবে কাজ করেছেন। তাঁকে বাঁচিয়ে রাখার জন্য তার নামে চট্টগ্রামে কিছু করার জন্য দাবি জানিয়ে বলেন মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করে, দেশকে সকল অপধারা হতে মুক্ত করে সততার সাথে দল ও দেশের জন্য কাজ করতে হবে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সমন্বয়ক শওকত বাঙালির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নগর আ. লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ডা. সেকান্দর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, গবেষক শামসুল হক, মুক্তিযোদ্ধা অমল মিত্র, নুর মোহাম্মদ চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নগর সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মানিক চৌধুরীর সহযোগী সৈয়দ জাকারিয়া, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম প্রমুখ। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন ড. মাসুম চৌধুরী, পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মানিক চৌধুরীর সন্তান দীপংকর চৌধুরী কাজল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট