চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পূর্বকোণে সংবাদ প্রকাশের জের

চট্টগ্রামে পুলিশের অভিযান, ১০টি গ্রাম সিএনজি আটক

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২১ | ৩:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে অভিযান চালিয়ে ১০টি গ্রাম সিএনজি ও দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করেছে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম।

এর আগে ‘নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে গ্রাম ট্যাক্সি’ শীর্ষক শিরোনামে দৈনিক পূর্বকোণে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর অভিযানে নামে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।

এই বিষয়ে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম, ‘নগরে কোনো গ্রাম সিএনজি প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে আজ কড়া নির্দেশ দিয়েছি। এ সময় বাস মালিক সমিতিকেও নির্দেশ দেয়া হয়েছে, যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে। আমাদের এই অভিযান চলমান থাকবে। টোকেন বাণিজ্যের সঙ্গে কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।’

অভিযানে উপস্থিত ছিলেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. মশিউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনজু, চট্টগ্রাম-রাঙামাটি ও খাগড়াছড়ি বাস মালিক সমিতির ফারুক খান, মো. মনসুর আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট