চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ঈদের তৃতীয় দিন ম্যাজিস্ট্রেটের অভিযানে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২১ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে চার ম্যাজিস্ট্রেটের অভিযানে ১৩ মামলায় ৫ হাজার ৫৬০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা প্রতিরোধে ২৫০ মাস্ক বিতরণ করা হয়।

আজ রবিবার (১৬ মে) দিনব্যাপী নগরীর বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাছান, মামনুন আহমেদ অনিক এবং মাসুমা জান্নাত নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ১৮৬০ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে মো. উমর ফারুক নগরীর সিআরবি, কাজীর দেউড়ি ও ডিসিহিল এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া সচেতনতার লক্ষে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট