চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস’৮৬ এর সভা

৩০ জুন, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

সিওসি’৮৬’র আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে গত ২৮ জুন লালখান বাজারে অবস্থিত নিউরালে একাডেমিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্ণফুলী নদীর নাব্যতা পুনরুদ্ধার করে এর আমদানী, রপ্তানী ও অর্থনৈতিক গুরুত্বকে বিবেচনায় রেখে সদরঘাটে ও বন্দরের অকেজো হয়ে যাওয়া জেটি গুলোকে পুনরায় সচল করার জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সে সাথে শহরের বিলীন হয়ে যাওয়া খাল সমূহকে পুনররুদ্ধার করার আহবান জানানো হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেস বিহীন গাড়ী ও অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন গাড়ীচালকদের কঠোর হস্তে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন,সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, ডা. মশিউজ্জামান আলফা, ড. কামরুল হুদা, ডা. একেএম আশরাফুন কবির, অধ্যাপক শাহজাহান কবির ভূঁইয়া, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. আবু তোহা ভূঁইয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট