চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সনদ ছাড়া পণ্য উৎপাদন করে মামলা খেল চট্টগ্রামের ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১২ মে) আগ্রাবাদের আরজু বেকারী ও দেওয়ানহাটের আলিফ রেস্টুরেন্টেরে বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলায় করা হয়।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা রাজীব দাশগুপ্ত জানান, আগ্রাবাদের আরজু বেকারী নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ ছাড়া চানাচুর পণ উৎপাদন করছিল। অন্যদিকে দেওয়ানহাটের আলিফ রেস্টুরেন্টেটি ফারমেন্টেড মিল্ক পণ্য উৎপাদন করছিল। সনদবিহীন পণ্য উৎপাদনের দায়ে এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ক্যাফে আরমান নামে আরো একটি প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য উৎপাদন করতে দেখা যায়নি ।

এসময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌশলী মো. জিল্লুর রহমান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট