চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ট্রাকে লুকিয়ে কাঠ পাচার রাঙামাটিতে

রাঙামাটি সংবাদদাতা

১৩ মে, ২০২১ | ১০:০৪ অপরাহ্ণ

রাঙামাটিতে ৩শ’ ঘনফুট চিড়াই কাঠ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ মে) দিনগত রাতে চম্পাতলী বটতল এলাকা থেকে এসব কাঠ আটক করে ২০ বীর রাঙামাটি সদর জোনের সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. ক. রফিকুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, রাঙামাটি থেকে চট্টগ্রামে ট্রাকের বডির ভেতর অর্থাৎ ট্রাকের বডির নিচের অংশে বিশেষ বক্সে লুকিয়ে চিড়াই কাঠ পাচারকালে অভিযান চালায় সেনা সদস্যগণ। এসময় ওই গাড়ি থেকে ৩শ’ ঘনফুট চিড়াই কাঠ আটক করা হয়। বনবিভাগ সূত্রে যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট