চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হেফাজত নেতা মুফতি হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ৮:২৯ অপরাহ্ণ

হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১২ মে) বিকাল ৩টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার আদালত জবানবন্দি গ্রহণ করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল পূর্বকোণকে বলেন, সম্প্রতি হাটহাজারীতে নাশকতায় সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন।

এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চ্যুয়াল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৮ এপ্রিল রাতে নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট