চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেলের সেই ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ২:১৭ অপরাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাদের বেতনের দুই কোটি টাকা আত্মসাৎকারী ফয়সাল মাহমুদের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ মে) মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম।

এর আগে গত শনিবার রাতে হিসাব বিভাগ থেকে অর্থ সরানোর অভিযোগে ফয়সাল মাহবুবকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরদিন খুলশী থানায় এ বিষয়ে রেলওয়ের ডেপুটি ফিনেন্সিয়াল এডভাইজার (ডিএফএ) মো. শাহাজাহান অভিযোগ করেন। যদিও অর্থ আত্মসাতের বিষয়টি দুদকে সিডিউলভুক্ত হওয়ায় রেল কর্তৃপক্ষ লিখিতভাবে দুর্র্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ অভিযোগ দায়ের করেন।

এদিকে, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও ইতোপূর্বে গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়। যদিও এক কার্যদিবস ইতিমধ্যে পার হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট