চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করতে থানায় মিতুর বাবা

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ

পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বাদি ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় মামলা করতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গেছেন নিহত মাহমুদা আক্তার মিতুর বাবা মোশাররফ হোসেন। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি থানায় যান।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ মে) জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১২ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার ধানমন্ডির পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই প্রধান উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার। তিনি বলেন, মিতু হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। নতুন মামলা হলেই তিনি গ্রেপ্তার হবেন। মিতুর বাবা বাদি হয়ে মামলা করবেন। প্রস্তুতি চলছে।

উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার আরও বলেন, বাবুল আক্তারকে আজ গ্রেপ্তার দেখানো হবে এবং আগের মামলা ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ। মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবে। এজাহার প্রস্তুত করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট