চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাহবুবুল আলম ৫ম বারের মত সভাপতি

চিটাগং চেম্বার অব কমার্সে প্রবীণ-তরুণের সম্মিলন

নিজস্ব প্রতিবেদক 

১২ মে, ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য (২০২১-২২ ও ২০২২-২৩) ২৪ পরিচালক নির্বাচিত হয়েছেন চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পরিষদে। এবার প্রবীণদের পাশাপাশি তরুণ ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে নতুন কমিটি। কমিটির মধ্যে রয়েছেন আগের ১৩ ও নতুন ১১ জন পরিচালক। নতুন এই কমিটিতে পঞ্চম বারের মত সভাপতি হয়েছেন মাহবুবুল আলম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ তানভীর।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে নির্বাচিত পরিচালকমন্ডলীর মধ্য থেকে সভাপতিম-লীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

চিটাগং চেম্বার সূত্রে জানায়, আগামী ১০ জুন চিটাগং চেম্বার নির্বাচনে ভোট গ্রহণের কথা থাকলেও নতুন ও পুরানো পরিচালক ২৪ জনের পদে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তবে পরিচালক পদে ২৯ জন মনোনয়নপত্র নিলেও বাকি ৫ জন মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকবৃন্দ হচ্ছেন এ এস শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আর এস বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের পরিচালক বেনজির চৌধুরী নিশান, ম্যাফ সুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন, কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের পরিচালক মো. শাহরিয়ার জাহান, পাওয়ারবাংলা কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, গোগ্রীন পেপার কাপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পার্টনার এস এম তাসিন জোনায়েদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, বেঞ্চমার্ক এপারেলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা ফৌজুল আলেফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী এ কে এম আকতার হোসেন, জে এন শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী, নাহার পোল্ট্রির স্বত্বাধিকারী মো. রকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, ইলেক্ট্রো ট্যাব এর স্বত্বাধিকারী তানভীর মোস্তফা চৌধুরী, ফয়সাল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. ইফতেখার ফয়সাল, এফ এ ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এন. আলম মৎস্য খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসিরুল আলম, ইসলাম মোটরস লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও পোর্টল্যান্ড অটোস এর স্বত্বাধিকারী মো. ওমর ফারুক।

প্রসঙ্গত, চেম্বারের পরিচালকমন্ডলী নির্বাচনের লক্ষ্যে গত ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল ৯ মে দুপুর ১ টায় পর্যন্ত। ওই সময়ের মধ্যে অর্ডিনারীর ক্যাটাগরীতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, এসোসিয়েট ক্যাটাগরীতে ৬টির বিপরীতে ৬জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা করেন। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নব-নির্বাচিত পরিচালকমন্ডলী বর্ণিত সভায় সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট