চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কাগজ চুরির অভিযোগে পথশিশুকে মারধর, চট্টগ্রামে ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে কাগজ চুরি অভিযোগে পথশিশুকে বেধড়ক মারধর করার অভিযোগে শাহজাহান (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) রাতে নগরীর সিডিএ মার্কেটের ‌‘চিটাগং ওয়াচ’ নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি বলেন, ১০ বছরের ওই শিশু বিভিন্ন মার্কেটে কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে। এক দোকান থেকে পরিত্যক্ত কাগজের একটি প্যাকেট নিজের থলেতে নিতেই ওই শিশুকে বেধড়ক মারধর করেন দোকানি। মারধরে শিশুটির মুখ দিয়ে রক্ত পড়তে থাকলে প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেননি ওই দোকানি। এই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন একব্যক্তি। আর তাতেই বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের। সঙ্গে সঙ্গে অভিযুক্ত দোকানিকে আটক করেছি। একই সঙ্গে মারধরের শিকার শিশুটিকে উদ্ধার করেছি। পুলিশের গাড়িতে করে ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট