চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০৯

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনের দেহে। এই পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৪৯৯ জনে। বুধবার (১২ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৮৬৫ নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৮২ জন এবং উপজেলার ২৭ জন। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া আরটিআরএল-এ ১৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট