চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৬

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২১ | ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের দেহে। এই পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৮ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৩৯০ জনে। মঙ্গলবার (১১ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯০২ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ৩২ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২০ জন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট