চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অননুমোদিত পণ্য বিক্রি, দোকানির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২১ | ১২:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে সিএম সনদ ছাড়া পণ্য মোড়কজাত ও বাজারজাতকরণের দায়ে এক দোকানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (৯ মে) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করে চট্টগ্রাম বিএসটিআই।

অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা রাজিব দাশগুপ্ত, ফিল্ড কর্মকর্তা তারেক রহমান, জিল্লুর রহমান, পরিদর্শক (মেট্রলজি) মৃধা সাইদুল ইসলাম , পরীক্ষক (রসায়ন) ইবরাহিম খলিল।

চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা রাজিব দাশগুপ্ত বলেন, হালিশহরে সার্ভিলেন্স অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম হালিশহর মার্টে ফারমেন্টেড মিল্ক, মুড়ি, মরিচ গুঁড়া ,হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া সিএম সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট