চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুনিরীয়া তবলীগ কমিটি নারায়ণগঞ্জে মানববন্ধনে বক্তারা

রাউজানে তা-বলীলা হামলা ভাংচুরে মানুষ আজ দিশেহারা

২৯ জুন, ২০১৯ | ২:৩৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলায় বিগত আড়াইমাস ধরে স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীর নজিরবিহীন তা-বে হাজার হাজার মানুষ আজ গৃহহারা । অনেক মানুষ এই ঈদে রাউজানে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারেনি। দিনে দুপুরে সন্ত্রাস,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এখন রাউজানের নিত্য দিনের ঘটনা। বিগত ১৭ এপ্রিল থেকে রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির তরিক্বত পন্থীদের উপর চলমান হামলা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। গতকাল ২৮ জুন সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ শাখার সভাপতি এম আর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা আরো বলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি প্রতিষ্ঠালগ্ন থেকে রাউজানসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কি বিদেশেও তরিক্বত এর মাধ্যমে তরুণ ও যুবকদের হেদায়তের মাধ্যমে দ্বীনদার ও দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। অথচ গত ১৭ এপ্রিল থেকে রাউজানে আমাদের তরিক্বতপন্থী ভাইদের ৪৩টি বাড়িঘর ভাংচুর, ২৬টি এবাদতখানা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাউজানের এই সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট