চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফজলে করিমের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২১ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় হাসান মুরাদ রাজু (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

গ্রেপ্তার যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারের বাড়ির পীর আবুল কালামের ছেলে।

ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে হাসান মুরাদ রাজু নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী নারী।

তিনি আরও বলেন, রবিবার রাত পৌনে ১১টার দিকে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সংসদ সদস্যের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট