চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে জুয়ার আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে জুয়াখেলা পরিচালনার সময় আবুল হোসেন প্রকাশ জুয়া হোসেনসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল হোসেন (৩৫), মো. জাকির হোসেন (৩৫), মো. রঞ্জু (৪১), মো. বাবু (২৩), মো. সাকিব (২১), মো. শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), মো. রবি হোসেন রণি (২৫), মো. শেখ ফরিদ (২৮), মো. মাসুদ (৪৮), মো. আবু কালাম (৫২), মো. শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮) ও মো. আকবর (২৬)। এ সময় তিন প্যাকেট তাস, জুয়াখেলার সরঞ্জাম ও ২ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার চৈতন্যগলি মুনিরিয়া টাওয়ার থেকে তাদের গ্রপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তার আবুল হোসেনের নেতৃত্বে জুয়াখেলার আড়ালে ইয়াবার ব্যবসা চলছিল। জুয়া হোসেন ক্যাসিনো কর্মকাণ্ডের সময় বিভিন্ন স্পটে কনট্রাক্ট করে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাত। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া ও মাদক আইনে দুইটি মামলা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট