চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক টাকায় ঈদ আনন্দ

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক টাকায় ঈদ আনন্দ’ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১০ মে) দুপুরে নগরের বাকলিয়া থানার রাজাখালীর রাজবাড়ি কনভেনশন সেন্টারে এই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্ধোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এদিকে কনভেনশন সেন্টারটিতে বিভিন্ন বয়সী লোকজন জড়ো হয়েছেন এক টাকায় তাদের পছন্দের পণ্যটি কিনতে। শিশুরা যেমন বেছে নিচ্ছে পছন্দসই কাপড়, তেমনি বয়স্ক নারী-পুরুষও নিচ্ছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। বাজারের হাজার টাকার পণ্য তারা এক টাকায় কিনতে পেরে উচ্ছ্বসিত।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো.শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক প্রমুখ।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট