চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে অবৈধ করাতকল সিলগালা

হাটহাজারী সংবাদদাতা

১০ মে, ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে অভিযান চালিয়ে অবৈধ করাতকলের যন্ত্রাংশ জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মে) দুপুরে উত্তর বন বিভাগের সহায়তায় হাটহাজারী উপজেলার সহ কমিশনার (ভূমি) মো. শরিফ উল্ল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় কাটিরহাট বাজারে অবৈধভাবে গড়ে উঠা মাহবুব স মিলটি জব্দ ও সিলগালা করা হয়। জব্দকৃত করাতকলের যন্ত্রাংশ হাটহাজারী চেক স্টেশন হেফাজতে রাখা হয়।

এ ব্যাপারে ১১ মাইল ফরেষ্ট স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, কাটিরহাট বাজারে দু’দিন ধরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়েউঠা করাতকল সিলগালা এবং যন্ত্রাংশ জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ১১ মাইল চেক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী, রেঞ্জের একদল চৌকস কর্মকর্তা কর্মচারী উপস্থিতি ছিলেন।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট