চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

অনুপস্থিত সাড়ে ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

প্রাথমিক ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮’ এর লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৫৭০ জন। গতকাল (শুক্রবার) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষা শুরুর একঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থেকে আসন গ্রহণ করার নির্দেশনা থাকলেও দেরিতে আসায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি বলে জানা যায়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চতুর্থ ধাপের এ পরীক্ষায় চট্টগ্রামের ৮টি উপজেলা থেকে ৪৯ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করে। কিন্তু পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৩৬ হাজার ৬১৯ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ১২ হাজার ৫৭০ পরীক্ষার্থী। নগরীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুন (শুক্রবার) প্রাথমিক ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮’ এর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় ১২টি থানা ও

উপজেলা থেকে ৩৫ হাজার ৫৭৭ জন অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ১৪ হাজার ২০৪ পরীক্ষার্থী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট