চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৯৩০ কোটি আত্মসাতে পিকে হালদারের বিরুদ্ধে ফের মামলা

আদালত প্রতিবেদক

১০ মে, ২০২১ | ১২:৪০ পূর্বাহ্ণ

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে ৯৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রবিবার দেওয়ানি মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরুল আমীনের ভার্চুয়াল আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত ৫ বিবাদির বিরুদ্ধে সমন জারি করে ৩ জুনের মধ্যে বিবাদিগণকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অপর ৪ বিবাদি হলেন – ঢাকা বনানী আন্তর্জাতিক বিমানবন্দর রোডের জনৈক রফিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫), উত্তরা সেক্টর-১৪ এর শেখ আরশেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান (৫২), তেজগাঁও পি.এন্ড.এল ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধি উজ্জ্বল কুমার নন্দী (৪১) ও পিরোজপুরের কিশোরগঞ্জের মৃত বিপিন বিহারী বিশ্বাসের ছেলে রতন কুমার বিশ্বাস (৫৪)। ক্লইস্টন ফুড এন্ড একোমোডেশন লিমিটেডের শেয়ারহোল্ডার আব্দুল আলিমের পক্ষে মামলাটি দায়ের করেন শোয়েব রশিদ।

বাদিপক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল পূর্বকোণকে বলেন, আমরা ৯৩০ কোটি টাকা পাওনা আদায়ের মামলা করেছি। এটি দেওয়ানি মামলা। এর আগে ৪ এপ্রিল একই অভিযোগে ফৌজদারি মামলা করেছি। যা সিআইডি তদন্ত করছে।

বাদির আইনজীবীর এসোসিয়েট এডভোকেট রাসেল সরকার বলেন, কক্সবাজারের হোটেল রেডিসন ব্লু’র ৬৪% শেয়ার রয়েছে বাদির। ২০১৪ সালে পিকে হালদারের নিকট রেডিসন ব্লু’র ৭৭ কোটি টাকার ৬ লাখ ৮ হাজার শেয়ার বিক্রি করেন আবদুল আলীম চৌধুরী। যার মধ্যে আলীমের স্ত্রী রওশন চৌধুরীর শেয়ারও রয়েছে। বিক্রয় চুক্তির শর্ত ছিল আলীমের ব্যাংক ঋণ পরিশোধ করবেন হালদার। অন্যথায় শেয়ার কেনা বাবদ টাকা বুঝিয়ে দেবেন। পরে হালদার চুক্তির শর্ত ভঙ্গ করেন। চুক্তিমতে- টাকা পরিশোধ বা শেয়ার ফেরত দেয়ার কোনোটাই তিনি করেননি। বর্তমানে ওই শেয়ারসহ বিবাদিগণের কাছে বাদির পাওনা ৯৩০ কোটি টাকা। এ টাকা আদায়ে আমরা বিবাদিগণের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিন্যান্স সার্ভিস লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ ত্যাগ করার অভিযোগ রয়েছে। এ বছরের ৮ জানুয়ারি হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি করে। গত ৫ জানুয়ারি পি কে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। গত ৪ এপ্রিল একই প্রতিষ্ঠান পিকে হালদারসহ উপরিউক্ত ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ ৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি সিআইডি তদন্ত করছে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট