চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার সংবাদদাতা

৯ মে, ২০২১ | ২:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মে) রাতে শহরের মাঝিরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন, ভারুয়াখালী পশ্চিমপাড়া এলাকার আব্দুল গফফারের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৫) ও পশ্চিম বাহারছড়া এলাকার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।

রবিবার (৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, তিনযুবক অস্ত্র নিয়ে আসছে এমন খবর পেয়ে টেকপাড়া মাঝিরঘাট এলাকায় রাতে চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে ভারুয়াখালী থেকে শহরে আসার পথে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় একটি একনলা বন্ধুক ও ৫ রাউন্ড কার্তুজ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিনজনই ভারুয়াখালী থেকে বন্দুক ও গুলি কিনে শহরের একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর জন্য নিয়ে আসছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট