চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘ড্যান্ডি’ আসক্তি কেড়ে নিচ্ছে ছিন্নমূল শিশুদের স্বপ্নময় শৈশব

২৯ জুন, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

‘শিশুরাই দেশের ভবিষ্যৎ’ কথাটি শুধু বই-খাতা আর বক্তৃতামালায় সীমাবদ্ধ। সর্বনাশা মাদক কেড়ে
পথশিশুরা মাদকের টাকা সংগ্রহের জন্য জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ নানান অপরাধে। এ অবস্থা থেকে তাদের যেন ফেরানোর কেউ নেই। এসব মাদকাসক্তদের কাছে সবচেয়ে ‘প্রিয়’ নেশার নাম ‘ড্যান্ডি’। সহজলভ্য হওয়ায় নগর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ঘটেছে এর বিস্তৃতি। নগরের ছিন্নমূল শিশুরা ‘ড্যান্ডি’র নেশায় বেশি আসক্ত। নিউ মার্কেট ফুট ওভারব্রিজ, কদমতলী বাসস্ট্যান্ড, রেল স্টেশন সড়ক, লালদীঘির পাড় এলাকা, পার্কসহ বিভিন্ন স্থানে প্রতিদিন দেখা মেলে তাদের। এসব শিশুর বয়স ১০ থেকে ১৬ বছর। প্রত্যেকের হাতে টোকাইয়ের ঝোলার পাশাপাশি দেখা যায় একটি পলিথিন। কিছুক্ষণ পর পর মুখের সামনে পলিথিনটি ধরে শ্বাস নেয় তারা। পলিথিনের ভেতরে থাকে হলুদ রঙের কিছু বস্তু। এই নেশার নাম ‘ড্যান্ডি’।-বাংলানিউজ
বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ড্যান্ডি সেবন করে এসব শিশু-কিশোররা। জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশন (আঠা) পলিথিনে ভরে কিছুক্ষণ পরপর মুখের সামনে নিয়ে শ্বাস টেনে নেশা করতে দেখা যায় তাদের। এতে মাথা ঝিম ঝিম করে বলে জানায় কয়েকজন পথশিশু। যেভাবে দ্রুততার সঙ্গে ড্যান্ডি সেবনের মাত্রা বেড়ে যাচ্ছে তা রোধ করতে না পারলে পরবর্তীতে মহামারি আকার ধারণ করতে পারে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট