চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে তিন রোহিঙ্গা আটক

সন্দ্বীপ সংবাদদাতা

৮ মে, ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ

ভাষাণচর থেকে পালিয়ে সন্দ্বীপ আসার সময় নদীর কূল থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। আটক তিন রোহিঙ্গা হলেন- নাজিম উদ্দিন (১৫), মো. নাসিম (১৪), আবদুল হামিদ (২১)।

আজ শনিবার (৮ মে) সকালে ভাষানচরের ৪৯ ও ৬২ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে নদী পাড়ি দিয়ে আসার সময় তাদের দেখে স্থানীয় জনতা আটক করে। পরে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রাম পুলিশ দিয়ে তাদের পরিষদে আনে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন রোহিঙ্গা ভাষাণচর থেকে পালিয়ে সন্দ্বীপ আসার পর তাদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি থানাকে জানিয়েছি।
উল্লেখ্য, উদ্ধার হওয়া তিন রোহিঙ্গা যুবকের পরিবারের অন্যান্য সদস্যরা কক্সবাজার বালুখালী ক্যাম্পে রয়েছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট