চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রমজান জুড়ে দুস্থদের পাশে তিনি

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০২১ | ১২:৫০ পূর্বাহ্ণ

কখনো রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলো। আবার কখনো মাদ্রাসা বা এতিমখানায় অসহায় শিশুদের। হাসপাতালে থাকা রোগী কিংবা খাবারের খোঁজে বাইরে আসা অপেক্ষামান মানুষের সারিতে। মহামারি করোনাকালে অসহায় এসব দুস্থদের মাঝে ইফাতার দিয়ে গেলেন নগরীর তরুণ সমাজ সেবক শাহীন মোল্লা।

শুধু একদিন বা দুই দিন নয়, পুরো রমজানমাস জুড়েই নগরীর অলি গলিতে ঘুরে ঘুরে এসব অসহায়দের খুঁজে খুঁজে হাতে পৌঁছে দিয়েছেন খাবার। রমজানের শুরুর দিন থেকেই এখন পর্যন্ত প্রতিদিন শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার।

নগর ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন মোল্লা বলেন, এসব মানুষদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে নিজের মধ্যে স্বস্তি পাই। এমনও দেখেছি, হাটতে পারে না, কিংবা কথা বলতে পারেনা। কিন্তু যখন তার হাতে ইফতারের বক্সটুকু তুলে দেয়া হয়, তখন তার মনে ও মুখে যে হাসিটা আসে, তা কখনই ভুলার নয়। আমি চাই সারাজীবন এসব মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট