চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অধ্যাপক বেনু কুমার চবির নতুন উপ-উপাচার্য

চবি সংবাদদাতা

৫ মে, ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে। আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ধারা ১৪(১) অনুসারে অধ্যাপক ড. বেনু কুমার দে’কে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর।

‘প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বর্ষপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন পূর্বক অবসর নেয়ার আনুষ্ঠানিকতা শেষে ওই পদের অবশিষ্টাংশ পূরণ করবেন।’

উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যন্য সুবিধাদি ভোগ করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। পূর্বকোণকে তিনি বলেন, রাতে আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে’কে উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, এর মধ্যে তিনি অবসরে গেলেও পুনরায় উপ-উপাচার্য পদে থাকতে পারবেন।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট